ঘটনাটি ঘটেছে উত্তর ২৪পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার কৈজুরী গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ভাদুড়িয়া গ্রামের ঘটনা। বছর ২৮ এর কারিমূল ইসলাম গাজী গত ১০ বছর আগে বোম্বাইতে রাজমিস্ত্রি কাজ করতে যায়। চলতি মাসে ২৮ শে জানুয়ারি রবিবার রাজমিস্ত্রি কাজ ছেড়ে ট্রেনে করে বাসায় ফিরছিল কারিমূল। মুম্বাই ভাইন্ডার স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মূতের পরিবারের মধ্যে। ঠিকাদার সংস্থার তরফ থেকে ফোনে জানানো মাত্রই কান্নায় ভেঙে পড়েছে মৃত যুবকের পরিবারের আত্মীয়-স্বজন। তাদের দাবি ট্রেন থেকে হয়তো কেউ ধাক্কা মেরেছে। না হলে দীর্ঘ এক যুগ বোম্বাইতে কাজ করার সুবাদে কি করে হঠাৎ ট্রেন থেকে পড়ে গেল কারিমূল।এই পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেছে। ইতিমধ্যে রাজ্য সরকারের উদ্যোগে কারিমূল ইসলাম গাজীর কফিন বন্দী মৃত দেহ ভাদুড়িয়া গ্রামে পৌঁছাতেই এলাকায় শোকেরছায়া নেমে পড়েছে। মৃতের পরিবারের দাবি উপযুক্ত তদন্ত করুক প্রশাসন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু? না কেউ ধাক্কা মেরেছে? পরিযয়ী শ্রমিকের মৃত্যু নিয়ে একাধিক ধোঁয়াশা তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 1 =