এসএসসি নিয়োগে দুর্নীতিকাণ্ডে গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগে দুর্নীতিতে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই।নিয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ছিলেন কল্যাণময়।চাকরি বিক্রির অভিযোগে আগেই গ্রেফতার হওয়া ২ প্রাক্তন এসএসসি কর্তার মধ্যে শান্তিপ্রসাদ সিন্হার সঙ্গে কল্যাণময়ের সরাসরি যোগের অভিযোগ সিবিআইয়ের।ভুয়ো নিয়োগপত্রে সই করতেন কল্যাণময়, নাম ছিল বাগ কমিটির রিপোর্টেও।জুন মাসে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে বাড়ি থেকে ডেকে আনা হয় সিবিআইয়ের তরফে।তবে বারবার তলব করা হলেও পর্ষদের অফিসে আসছিলেন না কল্যাণময় গঙ্গোপাধ্যায়।এরপরেই কল্যাণের কাদাপাড়ার আবাসনে যায় CBI।তাঁকে নিয়ে আসা হয় মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। সেখানেই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। সেবার ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে প্রায় ৬ ঘণ্টা জেরার পরে গ্রেফতার করা হয় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + sixteen =