উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচন শুরুর পর থেকেই প্রতিনিয়ত মুর্শিদাবাদ জেলা জুড়ে উদ্ধার হয়েছে বোম বারুদ ও আগ্নেয়াস্ত্র। কাজযত বোমার স্তূপের উপর দাঁড়িয়ে থাকা- মুর্শিদাবাদে, শনিবার ফের বোমা উদ্ধার এর ঘটনা ঘটতেই নতুন করে চঞ্চল্যর সৃষ্টি হয়েছে বড়ঞা থানার সাটিতারা এলাকায়।

জানা গেছে গতকাল রাতে কেউ বা কারা সাটিতারা গ্রামের মাঠের মধ্য এই বোমা গুলি মজুদ করে রাখে তবে সকাল হতেই স্থানীয়দের নজরে পড়লে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় এবং বড়ঞা থানার পুলিশ এসে বোমা গুলি আগলে রাখার প্রক্রিয়া শুরু করে অন্যদিকে বোম গুলি নিষ্ক্রিয়করণের জন্য খবর দেওয়া হয়েছে বোম স্কোয়ার্ড টিমকে। তবে হাতে-গোনা আর মাত্র চারদিন বাদেই শুরু হবে পঞ্চায়েত গঠন পর্ব আর তার আগেই কার্যত এভাবে বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক, যদিও এই ঘটনাই কে বা কারা জড়িত সে বিষয়ে এখনো কোন স্পষ্ট বার্তা দেয়নি, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, তবে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ প্রশাসন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 20 =