বড়সড়ো অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল ময়নাগুড়ি।সোমবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ ময়নাগুড়ি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের এক ব্যবসায়ীর গোডাউনে আগুন লাগে।গোডাউনে কর্মরত কর্মীরা দ্রুত খবর দেন ময়নাগুড়ি দমকল কেন্দ্রে।ঘটনাস্থলে তড়িঘড়ি দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।জানা গিয়েছে,ওই গোডাউনে বেশ কিছু সামগ্রী ও কার্টুন রাখা ছিল।সেখানে আগুন লাগার ঘটনায় অনেক কার্টুন পুড়ে যায়।তবে এই ঘটনা রাতের অন্ধকারে হলে পুরো গোডাউন তছনছ হয়ে যেত বলেই আশঙ্কা প্রকাশ করেছেন গোডাউন মালিক।

অন্যদিকে, এই অগ্নিকান্ডের ঘটনায় প্রাণে বেচেঁ গেল একটি অজগর সাপ।প্রায় ৬ ফুট লম্বা বার্মিজ প্রজাতির পাইথন ছিল এটি।জানা গিয়েছে, সেই গোডাউনে আগুন নেভানোর সময় একটি অজগর সাপ দেখতে পাওয়া যায়। এরপর দমকলকর্মীরা সেই সাপটিকে উদ্ধারের চেষ্টা করলেও উদ্ধার করতে পারেননি।এরপর ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের খবর দিলে তারা এসে সাপটিকে উদ্ধার করেন। জানা গেছে, আগুনের তাপে সাপটি ঝলসে গিয়েছে।সাপটিকে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 8 =