বেনজির! মহিলার পেট থেকে বেরোল প্রায় সাড়ে ৫ কেজি ওজনের টিউমার। যা গর্ভস্থ দুটি বাচ্চার এবং একটি বালতির ওজনের সমান। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবে এমনটাই ঘটেছে। বীরভূমের সিউড়ির এক বেসরকারি নার্সিংহোমে দেবাশিস দেবাংশির তত্ত্বাবধানে জটিল অস্ত্রোপচার করে মাঝবয়সি ওই মহিলার পেট থেকে বিশালাকার টিউমারটি বের করা হয়। বর্তমানে বিপন্মুক্ত ওই মহিলা। জানা গিয়েছে, ওই মহিলার নাম সায়েদা রেশমা বেগম। সিউড়ির বাসিন্দা ৪৫ বছর বয়সি সায়েদা রেশমা বেগম গত ৩ বছর ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে ডাক্তার দেখানোর পর অবশেষে সিউড়ির এক বেসরকারি নার্সিংহোমে ধরা পড়ে, তাঁর পেটের ভিতর টিউমার রয়েছে। বুধবার ওই নার্সিংহোমের চিকিৎসকের তত্ত্বাবধানেই প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে সায়েদা রেশমা বেগমের পেট থেকে ৫ কেজি ৩৫০ গ্রাম ওজনের টিউমারটি বের করা হয়। বর্তমানে সুস্থ রয়েছেন সায়েদা রেশমা বেগম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × three =