ইলেকট্রিকের শর্ট সার্কিটের আগুন থেকে পুড়ে ছাই চারটি পরিবারের বাড়ি। রবিবার সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজ বাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাট্টারি মথুরাপুর গ্রামে। জানা গিয়েছে, এদিন সকালে ওই গ্রামের বাসিন্দা প্রদীপ সরকারের বাড়ির ইলেকট্রিক মিটারের শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় যার ফলে মুহূর্তের মধ্যেই আগুন পাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যেই চারটি বাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে। বাসিন্দাদের নজরে আসলে তৎক্ষণাৎ ছুটে আসেন আগুন নেভানোর কাজে। কিছুক্ষণ পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন‌‌। দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিভানো হলেও , সমগ্র ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফলে চিন্তায় মাথায় হাত চারটি পরিবারের।
পাশাপাশি সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাদের থাকার জায়গার ব্যবস্থা করার জন্য। তবে গ্রামবাসীদের অনুমান সঠিক সময় যদি দমকল বাহিনী না আসতো তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো এমনকি গোটা গ্রামে আগুন লেগে যেতে পারতো এমনটাই আশঙ্কা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 2 =