দিনের আলো ফিরতে দেরি এখনো তো মাত্র ভোর হয়েছে এমনই কটাক্ষ করে বলেন বুধবার এবিভিপি তরফে বক্তব্য রাখতে গিয়ে বলেন শুভব্রত অধিকারী।
উল্লেখ্য, পাকুয়াহাট ডিগ্রী কলেজে শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ ৮ দফা দাবি নিয়ে ছাত্র ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ করা হয় বুধবার দুপুরে বামনগোলার ব্লকের পাকুয়াহাট ইউনিট অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে।
এদিকে, বুধবার দুপুরে বামনগোলা এবিভিপির পক্ষ থেকে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে পাকুয়াহাট কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় যা পাকুয়াহাট ডিগ্রী কলেজে সামনে এসে শেষ হয় ও কিছুক্ষণ অবস্থান-বিক্ষোভ করে এবিভিপির কার্যকর্তারা। শেষে পাকুয়াহাট ডিগ্রী কলেজের তাদের দবি জানিয়ে টিআইসি নিকট স্মারকলিপি তুলে দেওয়া হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এবিভিপির উত্তরবঙ্গ প্রদেশ সম্পাদক শুভব্রত অধিকারী, প্রদেশ সহ-সম্পাদক সমর বিশ্বাস ,
উত্তর মালদা সাংগঠনিক জেলা বরুন মন্ডল, উত্তর মালদা সাংগঠনিক জেলা সংযোজক সুজিত মন্ডল এবং অন্যান্য কলেজ কার্যকতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − twelve =