গোপন সূত্রের অভিযানের ভিত্তিতে মালদহের ইংরেজ বাজার থানার পুলিশের বড়সড় সাফল্য। নামিদামি কোম্পানির চোরাই মোবাইল ফোন সহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো ইংরেজ বাজার থানার পুলিশ। গতকাল গভীর রাতে মালদহের যদুপুর বাইপাস সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কের ধার থেকে সন্দেহভাজন দুই যুবককে হাতেনাতে পাকড়াও করে। তল্লাশিতে উঠে আসে ১২৫ টি নামিদামি কোম্পানির মোবাইল ফোন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মাবুদ হোসেন (৩১) এবং শহিদুল রহমান (৩৮) উভয়ের বাড়ি কালিয়াচকের দুইশত বিঘা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান নামিদামি কোম্পানির মোবাইল ফোন গুলি তারা পাচারের চেষ্টা করছিল, তবে তাদের পাচারের ছক বানচাল করল মালদহের ইংরেজ বাজার থানার পুলিশ। ওত পেতে বসেছিল পুলিশের বিশেষ দল পাচারকারীরা চার চাকা গাড়িতে করে আসছিল সে সময় পুলিশ তাদের ধরে ফেলে। পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি আবেদনের হেফাজত চেয়ে জেলা আদালতে পেশ করা হয়েছে।
Home Uncategorized