পারিবারিক বিবাদের জেরে ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মালদা জেলার ইংরেজ বাজার থানার রামেশ্বরপুর এলাকায়। আক্রান্ত ছেলে শুভঙ্কর সাহা বয়স (২০)। অভিযুক্ত বাবা বুদ্ধ সাহার নামে থানায় লিখিত অভিযোগ দায়ের।
পরিবার ও স্থানের সূত্রে জানা গিয়েছে, বাবা ও ছেলের মধ্যে নতুন বাড়ি তৈরি করার টাকা নিয়ে বিবাদ বাদে গতকাল রাতে। সে বিবাদকে কেন্দ্র করে বাড়িতে থাকা ধারালো হাসুয়া দিয়ে কোপ মারে ছেলেকে। পরিবারের অন্যান্য সদস্যরা তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছেলেকে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আক্রান্ত ছেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 − four =