মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজ বাজার থানার নিত্যানন্দপুর এলাকায়। মৃত যুবকের নাম অঙ্কুশ মন্ডল(২৬) আহত হয়েছেন শেখর মন্ডল(২৪)। দুইজনের বাড়ি ইংরেজ বাজার থানার বড় গোসাইপুর এলাকায়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের দিদির বাড়ি দিলালপুর থেকে ওই দুই যুবক বাড়ি ফিরছিলেন বাইকে করে। ফেরার পথেই নিত্যানন্দপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রাস্তার পাশে দুইজনেই। স্থানীয়রা দুইজনকে তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। জরুরি বিভাগের চিকিৎসকেরা অঙ্কুশ মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। আহত হয়েছেন শেখর মন্ডল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।