মালদহে ফের রাসায়নিক সারের কালোবাজারির প্রতিবাদে সোমবার দুপুর ১ টা নাগাদ পুরাতন মালদা ব্লকের ভাবুক এবং মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের প্রায় দুই হাজার কৃষকেরা পুনরায় আন্দোলনে সামিল হলেন। জানা গিয়েছে বিগত কয়েকদিন আগেই কৃষকদের একাংশ রাসায়নিক সারের কালোবাজারি নিয়ে প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছিলেন কিন্তু প্রশাসন সে সূত্রে চুপ ছিল বলে অভিযোগ। এমনকি ব্লক কৃষি আধিকারিকের অফিস ঘেরাও করা সত্ত্বেও প্রশাসনের কোন টনক নড়েনি বলে অভিযোগ।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্লক কৃষি আধিকারিক সমস্ত সারের গোডাউনে খতিয়ে দেখতে গিয়েছিলেন ঠিকই কিন্তু। কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ এর পরেও এক শ্রেণীর সার ব্যবসায়ীরা চড়া দামে বেআইনিভাবে মজুদ করে রাখা রাসায়নিক সার কালোবাজারি হিসেবে বিক্রি করছেন বলে অভিযোগ।
এরই পরিপ্রেক্ষিতে কৃষকদের একাংশ জেলা শাসক কে কে ডেপুটেশন প্রদান করেন। যাতে আগামী দিনে একশ্রেণীর সার ব্যবসায়রা কালোবাজারি রাসায়নিক সার চড়া দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা না হয় সেটাই জানান কৃষকদের একাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + 2 =