এদিন মালদার হরিশ্চন্দ্রপুর ব্লকের অন্তর্গত বৈরাট গ্রামে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। এই অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী ছাড়াও সিডিউল মেনে কাজ হচ্ছে না। স্থানীয়দের দাবি, ঠিকাদারের কাছে এর জবাব চেয়ে বারবার প্রশ্ন করা হলেও কোন সদুত্তর মেলেনি, ঠিকাদারের তরফ থেকে জুটেছে একরাশ হতাশা। তাদের দাবি, ৩০০ মিটার রাস্তা – বৈরাট প্রাইমারি স্কুল থেকে বাজার পর্যন্ত, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার জন্য যা টাকা বরাদ্দ হয়েছে, সেই অর্থ নিয়ে কাজ শুরু হলেও ঠিকাদার ঠিকমতন কাজ করছে না বলে অভিযোগ গ্রামবাসীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 5 =