ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল থানার ধানগারা গ্রাম পঞ্চায়েতের রণঘাট এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। মৃতদেহ দুটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সাইফুদ্দিন বয়স ২২ বছর। অন্যদিকে মৃত কিশোরীর নাম নাইমা খাতুন ১৩ বছর। রনঘাট এলাকার একটি গাছ থেকে তাদের এদিন ঝুলন্ত দেহ উদ্ধার হয়।পুলিশ ও গ্রামবাসীদের প্রাথমিক অনুমান প্রণয়ঘটিত কারণেই এই আত্মহত্যা।তবে আত্মহত্যা নাকি খুন তদন্তে নেমেছে পুলিশ।এদিন সকালে স্থানীয়রা প্রথম মৃতদেহ দুটি দেখতে পায়।এরপরেই খবর দেয় চাঁচল থানার পুলিশকে।