মাল বাজারে প্রতিমা নিরঞ্জন চলাকালীন মাল নদীতে হড়পা বানে মৃত্যু হয়েছে ৮ জনের। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন ও নিহতদের পরিবারের সঙ্গে কথা বলতে মাল বাজারে আসেন বিজেপির ৯ সদস্যের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলটিতে ছিলেন, জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী, জলপাইগুড়ি সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়, বিধায়ক মনোজ টিগ্গা, শংকর ঘোষ, পুনা ভেংড়া, দীপক বর্মন সহ অন্যান্যরা। এদিন প্রতিনিধি দলটি দুর্ঘটনা স্থল ঘুরে দেখেন। পাশাপাশি জখম ব্যক্তি ও তাদের পরিবারের সাথেও কথা বলেন। মালবাজার থানাতেও যান বিজেপির প্রতিনিধি দলটি। প্রশাসনের গাফিলতিতেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 5 =