আবাস যোজনা ও ১০০দিনের কাজের পরে এবার মিডডে মিলের ‘অনুসন্ধানে’ রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল। মালদায় মিড ডে মিলের হাল খতিয়ে দেখতে বৃহস্পতিবার পৌঁছাল পাঁচজনের প্রতিনিধি দল। এদিন দুপুরে মালদহের চাঁচল-২ নং ব্লকের রোহিণী কান্ত গার্লস হাইস্কুলে যান কেন্দ্রীয় প্রতিনিধি দল। পুষ্টি থেকে মিড ডে মিলের খাবারের গুণগত মান-সহ যাবতীয় বেশ কয়েকটি দিক খতিয়ে খতিয়ে দেখেন তারা। ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রজেক্ট ডাইরেক্টর বিজয় ভাস্কর ও রাজ্যের মিডডে মিল প্রকল্পের আধিকারিক টি.কে অধিকারী সহ জেলার আধিকারিকেরা।

সম্প্রতি কিছুদিন আগেই চাঁচল-২ নং ব্লকের সাহুরগাছি বিদ্যানন্দপুর প্রাইমারি স্কুলে মিডডে মিলের চালের ড্রাম থেকে মরা ইঁদুর ও টিকটিকি উদ্ধার হয়।সেই ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়।ঘটনার পুর্ণাঙ্গ তদন্ত করে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,এসআই ও সুপারভাইজারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেন স্কুল শিক্ষা দপ্তর।আর তারমধ্যেই সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সরকার।পড়ুয়াদের জন্য বরাদ্দ মিডডে মিলের খাবার স্বাভাবিক রয়েছে কিনা।সেই তদারকি করতে রাজ্যে ঝাপিয়ে পড়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 8 =