আবাস যোজনা ও ১০০দিনের কাজের পরে এবার মিডডে মিলের ‘অনুসন্ধানে’ রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল। মালদায় মিড ডে মিলের হাল খতিয়ে দেখতে বৃহস্পতিবার পৌঁছাল পাঁচজনের প্রতিনিধি দল। এদিন দুপুরে মালদহের চাঁচল-২ নং ব্লকের রোহিণী কান্ত গার্লস হাইস্কুলে যান কেন্দ্রীয় প্রতিনিধি দল। পুষ্টি থেকে মিড ডে মিলের খাবারের গুণগত মান-সহ যাবতীয় বেশ কয়েকটি দিক খতিয়ে খতিয়ে দেখেন তারা। ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রজেক্ট ডাইরেক্টর বিজয় ভাস্কর ও রাজ্যের মিডডে মিল প্রকল্পের আধিকারিক টি.কে অধিকারী সহ জেলার আধিকারিকেরা।
সম্প্রতি কিছুদিন আগেই চাঁচল-২ নং ব্লকের সাহুরগাছি বিদ্যানন্দপুর প্রাইমারি স্কুলে মিডডে মিলের চালের ড্রাম থেকে মরা ইঁদুর ও টিকটিকি উদ্ধার হয়।সেই ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়।ঘটনার পুর্ণাঙ্গ তদন্ত করে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,এসআই ও সুপারভাইজারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেন স্কুল শিক্ষা দপ্তর।আর তারমধ্যেই সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সরকার।পড়ুয়াদের জন্য বরাদ্দ মিডডে মিলের খাবার স্বাভাবিক রয়েছে কিনা।সেই তদারকি করতে রাজ্যে ঝাপিয়ে পড়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি সদস্যরা।