সারা বছরই ভাঙ্গরের নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ যাই থাকুক না কানে ভোটের আগে তা প্রকট হয় অনেক বেশি। এবার তাই পঞ্চায়েত ভোটের আগেই সেই গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে সচেষ্ট তৃণমূল নেতৃত্ব। আর তাই শওকত মোল্লা কায়সার আহমেদ আরাবুল ইসলাম সকলেই মৌন মিছিল করলেন বাসন্তী হাইওয়েতে। ভাঙ্গরের বড়ালী ঘাট থেকে ঘটকপুকুর পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তার বিরাট মিছিল করা হয় বৃহস্পতিবার বিকালে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় মিছিল শুরু হতে যথেষ্ট দেরি হয়। কয়েক হাজার মানুষের জমায়েত হয় এই মিছিলে।
মূলত গত কয়েকদিন আগে ফুরফুরা শরীফে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার প্রতি কুৎসিত মন্তব্য করায় প্রতিবাদের এই মিছিল করা হয়। ধিক্কার মিছিল বলা হলেও ঐক্যবদ্ধ তৃণমূলকে দেখানো হয়েছিল এই মিছিলের মূল লক্ষ্য। এদিন এই মিছিলের শেষে শওকত মোল্লা সাংবাদিকদের প্রশ্নের উত্তর বলেন ফুরফুরা শরীফের পরিকল্পিত ভাবে আমাকে খুন করার চেষ্টা হয়েছিল। তারই প্রতিবাদে এদিনের এই মিছিল। ধর্মীয় স্থান থেকে যেভাবে আক্রমণ করা হয়েছে তা কখনোই কাম্য নয়। আমরা তার প্রতিবাদ জানাই।
মুখে কালো কাপড় বেঁধে এদিন মিছিলে উপস্থিত হন তৃণমূলের কর্মী সমর্থকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + ten =