বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই খুলে গিয়েছে মুখ্যমন্ত্রীর প্রকল্প ‘মা ক্যান্টিন’।এবার মুখ্যমন্ত্রীর ইচ্ছার পূর্ণতা দিতেই এদিন কলকাতার নীল রতন সরকার হাসপাতালে খুলে গেলো মা ক্যান্টিন।আগেই এসএসকেএম হাসপাতালে খোলা হয়েছে মা ক্যান্টিন।আজ খোলা হলো এনআরএস হাসপাতালে এবং আগামীকাল খোলা হবে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে।মা ক্যান্টিনটি উদ্বোধন করে মেয়র ফিরহাদ হাকিম জানালেন, এখনো পযন্ত ১৩৭ টি ক্যান্টিন কলকাতায় সাধারণ মানুষের দুপুর বেলার খাওয়ারের জন্যে খোলা হয়েছে,চেষ্টা চলছে সংখ্যাটি আরো বৃদ্ধি করার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =