রামপুরহাটের কুসুম্বা গ্রামে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপ্যাধায়ের মামার বাড়ি।আর সেই গ্রামে রয়েছে কেষ্ট ওরফে কৃষ্ণাণু দাস।শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায়ত হন।রামপুরহাট তৃণমূল শোকাহত। আর এই কেষ্ট কিন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপ্যাধায়ের ঘনিষ্ঠ।স্থানীয় সূত্রে জানা গেছে যে, কেষ্টর বিবাহ অনুষ্ঠানে ২০১৯ মুখ্যমন্ত্রী সরজমিনে উপস্থিত হয়েছিলেন।এমনকী কেষ্টর বিবাহ আলব্যামে মুখ্যমন্ত্রী ছবি রয়েছে পরিবারের সঙ্গে।
মুখ্যমন্ত্রী কোটাতে চাকুরি করতেন,কেষ্ট রাজ্যের তথ্য সংস্কৃতিক দফতরে।এখনো কর্মরত ছিলেন।আজ নিজ বাড়িতে বারান্দায় বসে গল্প করছিলেন ওই সময় বুকের যন্ত্রনা কাতর হয়ে পড়েন।পরিবার ও স্থানীয় তৃণমূল কর্মীরা তড়িঘড়ি রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যান কেষ্টকে। চিকিৎসকের মৃত হলে জানান।রামপুরহাট তৃণমূল কর্মীরা দলীয় পাতাকা জড়িয়ে শেষকৃত্য সম্পন্ন করেছে কেষ্টর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 4 =