RG কর হাসপাতালের নারকীয় ঘটনার আজ এক মাস পূর্ণ হল। বিচারের দাবিতে রাজ্যজুড়ে নাগরিকরা পথে নেমেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে, “১ মাস তো হয়ে গেলো আমি সবাইকে অনুরোধ করবো পুজোতে ফেরার জন্য”, আন্দোলনকারী চিকিৎসকরা বলছেন ‘মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলছি উনি কি বুঝতে পারছেন না? এমন মর্মান্তিক পরিবেশে উৎসবে যোগ দেওয়া অসম্ভব। ঈশ্বর না করুক আপনার পরিবারের কোনও মহিলার সঙ্গে এই একই জিনিস হত আপনি পারতেন তো উৎসবে যোগ দিতে? মুখ্যমন্ত্রী আজ সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। আমরা তাঁর এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। পুজোয় ফেরা নিয়ে ধিক্কার বার্তা দিলেন আন্দোলনকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + 1 =