গত এক বছর ধরে শিক্ষকের অভাবে বন্ধ মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকে লোচন মাটি জুনিয়র হাইস্কুল। এলাকার পড়ুয়ারা প্রায় ৮ কিলোমিটার দূরে অন্য স্কুলে গিয়ে পড়াশোনা করছে। স্কুল বন্ধের কারণে বিপাকে এলাকার পড়ুয়ারা। হরিহরপাড়া ব্লকের স্বরুপপুর গ্রাম পঞ্চায়েতের লোচনমাটি জুনিয়র হাইস্কুলে আশেপাশের তিনটি গ্রামের পড়ুয়ারা পড়াশোনা করত। একজন অতিথি শিক্ষক এবং একজন গ্রুপ ডি কর্মী নিয়ে চলত ওই স্কুল। সেই অতিথি শিক্ষক অবসর নেওয়ার কারণে এবং ওই গ্রুপ ডি কর্মী চাকরি পেয়ে অন্যত্র চলে যাওয়াই বন্ধ হয়ে গেছে স্কুলের পঠন-পাঠন। জানা গিয়েছে প্রায় ১০ বছর আগে এলাকায় লোচন মাটি জুনিয়র হাইস্কুলটি চালু হয়েছিল। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওই স্কুলে গ্রামের দরিদ্র ছেলেরা পড়াশোনা করত। কিন্তু বছরখানেক আগে অতিথি শিক্ষক অবসর নেওয়ার পর স্কুল বন্ধ হয়ে গেছে। দোতলা বিল্ডিং এর ওই স্কুল আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে। মাঠে চলছে গরু -ছাগল। এলাকার পড়ুয়ারা দূরের স্কুলে পড়াশোনা করছে ।সে কারণে পড়ুয়ারা চাইছেন অবিলম্বে ওই বিদ্যালয় চালু করা হোক।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − 11 =