পূর্ব বর্ধমান জেলার রসুলপুর এলাকার তিরুপতি হিমঘরে আলু পচে নষ্ট হচ্ছিলো, সেই কারণেই জিটি রোডে ও হিমঘরে গিয়ে বিক্ষোভ দেখালো এলাকার চাষী ও ব্যবসায়ীরা। বিক্ষোভ দেখাতে এসে হিমঘর কর্তৃপক্ষ ও জেলা প্রসাশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন চাষিরা। জানা গিয়েছে একাধিকবার চাষী ও হিমঘর কর্তৃপক্ষকে নিয়ে জেলা প্রসাশন বৈঠক হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। চাষীদের ক্ষতিপূরণ না দিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হিমঘর কর্তৃপক্ষ। চাষিদের দাবী, রসুলপুর এলাকার রাজপুর, তেলসারা, উলোরা সহ প্রায় ২৫ টি গ্রামের ১৮০০ চাষী ক্ষতিগ্রস্ত হয়েছে।পাশাপাশি চাষীরা জানান অবিলম্বে তাদের বকেয়া টাকা মিটিয়ে দিক হিমঘর কর্তৃপক্ষ। নচেৎ জেলা প্রসাশন উদ্যোগ নিয়ে তাদের ক্ষতিপূরণের টাকার ব্যবস্থা করুক। বিক্ষোভ শেষে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশনও জমা দেয় চাষীরা। কার্যত গোটা ঘটনায় উত্তেজিত হয়ে পড়েছে চাষীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + 2 =