এক দলের সামনে সরকারিভাবে প্লে-অফের টিকিট পাকা করার সুযোগ, আরেক দলের জন্য এই দৌড়ে টিকে থাকার জন্য জিততেই হবে। আইপিএল (IPL 2024) একেবারে ‘বিজনেস এন্ডে’ চলে এসেছে। প্রতিটি ম্যাচে লিগ তালিকার নকশা সম্পূর্ণ ওলট পালট করে দিতে পারে। এমন পরিস্থিতি আজ রাজধানীতে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস (Delhi Capitals vs Rajasthan Royals)।

দিল্লিকে হারালেই এ মরশুমে প্রথম দল হিসাবে প্লে-অফে পৌঁছে যাবে রাজস্থান। আর জয় পেলে দিল্লির প্লে-অফের আশা বজায় থাকবে। গত ম্যাচে কেকেআরের বিরুদ্ধে হারলেও শেষ ছয় ম্যাচের চারটিতে জেতা দিল্লি ক্যাপিটালস কিন্তু বেশ ভাল ফর্মেই রয়েছে। আর গোটা মরশুমেই নিজেদের খেলার মাধ্যমে নজর কেড়েছে রাজস্থান। এই গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলের লড়াইয়ের পাশাপাশি কিন্তু দুই দলের অধিনায়কের ওপর বিশেষ করে নজর থাকবে। সঞ্জু স্যামসন (Sanju Samson) বনাম ঋষভ পন্থের (Rishabh Pant) লড়াইটা এই ম্যাচ বা আইপিএলে সীমাবদ্ধ নয়। দুই তারকাই ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। কিন্তু একাদশে প্রথম কিপার হিসাবে কে সুযোগ পাবেন তা কিন্তু এখনও নিশ্চিত নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 5 =