পঞ্চায়েত ভোট মিটেছে ,লোকসভা ভোট আর কয়েকমাস পর।তার আগেই বড়োসড়ো রদবদল গোটা রাজ্যের প্রশাসনিক মহলে।পুলিশে রদবদলের পাশাপাশি রদবদল বারোটি জেলার জেলাশাসকদের।রদবদল হুগলি জেলা প্রশাসনের।হুগলির জেলাশাসক পি দীপাপ প্রিয়া কে বদলি করা হল হাওড়া জেলাশাসক পদে।তার জায়গায় হুগলির জেলাশাসক হয়ে আসছেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য।২০১৯ সাল থেকে হুগলির জেলা শাসকের দায়িত্ব সামলেছেন দীপাপ প্রিয়া পি.।

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদেও রদবদল।মঙ্গলবার রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ নোটিশ জারি করে এমনটাই জানানো হয়েছে।পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ছিলেন পূর্ণেন্দু কুমার মাঝি।তাকে পূর্ব বর্ধমানের জেলাশাসক হিসেবে বদলি করা হচ্ছে।এর পরিবর্তে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক হিসেবে আসছেন তানভীর আফজল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + thirteen =