ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে দাপুটে মেজাজে ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ওয়ান ডেতেও সেই দাপট দেখা গেল। বল হাতে রবীন্দ্র জাডেজার তিন উইকেটের পর ব্যাট হাতে বহুদিন পর দেখা গেল রোহিত শর্মাকে (Rohit Sharma)। শুভমন গিলের সঙ্গে দুরন্ত ওপেনিং পার্টনারশিপ গড়লেন। কেরিয়ারের ৩২তম ওয়ান ডে সেঞ্চুরিও হাঁকালেন। সেই ইনিংসে ভর করেই ৩৩ বল বাকি দ্বিতীয় ওয়ান ডে (IND vs ENG 2nd ODI) তথা সিরিজ় জিতে নিল টিম ইন্ডিয়া। চার উইকেটে ম্যাচ জিতল ভারত।
সাম্প্রতিক সময়ে রোহিতের ফর্ম নিয়ে এবং ভারতীয় একাদশে তাঁর জায়গা নিয়েও বিভিন্ন মহল থেকে বেশ সমালোচনা শোনা যাচ্ছিল। এদিন ব্যাট হাতেই সেইসব সমালোচনার জবাব দিলেন রোহিত। ভারতীয় ব্যাটিং ইনিংসের একেবারে শুরু থেকেই অনবদ্য ফর্মে দেখা যায় রোহিতকে। মাত্র ৩০ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন রোহিত। এরপরেই স্টেডিয়ামের একটি বাতিস্তম্ভ নিভে যাওয়ায় প্রায় ৩০ মিনিট মতো খেলা বন্ধ ছিল। এমন পরিস্থিতিতে সচরাচর সেট ব্যাটারদের ছন্দ ব্যাহত হয়। তবে রোহিতের ক্ষেত্রে এদিন তেমন কোনও সমস্যাই হয়নি।