মালদহের সামসী ধরমকাঁটার কাছে ৮১ নম্বর জাতীয় সড়কের উপর দূর্ঘটনাটি ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সাদিকুল ইসলাম(২৬)। তার বাড়ি সামসী পঞ্চায়েতের পারাকরম এলাকায়।মৃতের কাকাতো ভাই কামাল হোসেন জানান, আমাদের একসাথে চাঁচলের ইটভাটায় কাজে যাওয়ার কথা ছিল।কাজে যাওয়ার জন্য ঘাসিরাম মোড় থেকে তাকে ফোন করলেও পাওয়া যায়নি। ঠিক আধঘন্টা পরে সাদিকুলের মোবাইল নম্বর থেকে পাল্টা ফোন আসে যে সাদিকুল গুরুতর জখম হয়ে সামসি ধরম কাটার কাছে পড়ে আছে। তাকে সামসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মালদা যাওয়ার পথেই সে মারা যায়।
দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।