গতকাল রাতে নদীয়া জেলার শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের হিজুলি মুসলিম পাড়ার এক ব্যাবসায়ীর বাড়ি থেকে তিন লক্ষ কুড়ি হাজার টাকা এবং ১২ ভরি সোনা চুরির অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল ওই ব্যাবসায়ী স্ত্রী এবং দুই সন্তান নিয়ে বেড়াতে যান। সন্ধ্যায় বাড়ি ফায়ার দেখেন আলমারির লকার ভাঙ্গা সমস্ত কিছু নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে শান্তিপুর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। কার্যত গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।