পঞ্চায়েত ভোটের আগে ফের শাসনে অস্ত্র উদ্ধার।আইএসএফ কর্মী গফার আলীর কাছ থেকে সেমি অটোমেটিক ৭ এম এম পিস্তল উদ্ধার হয়।গত দুদিন আগে তৃণমূলের নেতার কাছ থেকে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার করেছিল এসটিএফ। পঞ্চায়েতের আগে একের পর এক অস্ত্র উদ্ধারে আতঙ্কিত শাসনবাসী।