জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে বিজেপি নেত্রী খড়পাড়ায় মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যান।নবমীর রাতে ঠাকুর দেখতে বেড়িয়ে নিখোঁজ হয়েছিল শেওড়াফুলি খড় পাড়ার এক নাবালিকা। পরের দিন হাওড়া তারকেশ্বর রেললাইনের শেওড়াফুলি থেকে মৃতদেহ উদ্ধার করেছিল শেওড়াফুলি জিআরপি। খুনের অভিযোগ দায়ের করে পরিবার। শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত শেখ রাজাকে। ধৃতকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়।
খুনের অভিযোগ করে পরিবার। প্রসঙ্গত ওই নাবালিকা র সাথে পাড়ারই এক তরুন সেখ রাজার সম্পর্ক ছিল। তার সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল সে।সারা রাত বাড়ি ফেরেনি। দশমীর সকালে শেওড়াফুলি রেল লাইন থেকে মৃতদেহ উদ্ধার করে শেওড়াফুলি জি আর পি। মৃতের পরিবারের অভিযোগ মেয়েকে ঠাকুর দেখতে নিয়ে গিয়ে গলা টিপে মেরে রেল লাইনে ট্রেনের সামনে ফেলে দেয় ওই তরুন। এলাকার বাসিন্দারা অভিযুক্তকে পোস্টে বেঁধে মারধোর করে।খবর পেয়ে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করে,পরে তাকে কলকাতায় পাঠানো হয়।শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ খুনের মামলা রুজু করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × three =