শেখ শাহজাহান ঘনিষ্ঠদের ১৪ কোটি ২৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। জমি, ভেড়ি-সহ ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা, ৫৫টি স্থাবর সম্পত্তি ও ৩টি বাড়ি বাজেয়াপ্ত। CBI সূত্রে খবর, শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতন, জমি দখল, অবৈধ ভেড়ি নির্মাণ-সহ একাধিক অভিযোগের তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ৯০০টি অভিযোগ পেয়েছেন তাঁরা। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, ওই সব অভিযোগের ২৫ থেকে ৩০ শতাংশই সঠিক তথ্য দিয়ে জমা করা হয়নি।

শেখ শাহজাহান ও তাঁর ভাই আলমগিরের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত। শিবু হাজরা-সহ আরও কয়েকজন শাহজাহান ঘনিষ্ঠের সম্পত্তি বাজেয়াপ্ত। বাজেয়াপ্ত ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ৩ কোটি ৭৮ লক্ষ টাকা। সাড়ে ১০ কোটি মূল্যের ৫৫টি স্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করল ইডি। শেখ শাহজাহান ও তাঁর ভাই আলমগিরের ৩টি গাড়িও বাজেয়াপ্ত। অন্য়দিকে, পারিবারিক অশান্তি থেকে প্রতিবেশীদের বিবাদ সন্দেশখালিতে ! CBI সূত্রে খবর, তদন্তের আওতায় আসে না, এমন সব অভিযোগ সন্দেশখালিতে তাদের হাতে এসেছে। কার্যত জমি, ভেড়ি-সহ ১৪ কোটি ২৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − 5 =