চোখে জল চিকিৎসকদের। পরিষ্কার জানালেন আমরা অত্যন্ত হতাশ। মুখ্যমন্ত্রীর সম্মানার্থে মিনিটসের প্রস্তাবেই বৈঠকে রাজি হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা।

শনিবারও কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে হল না জুনিয়র ডাক্তারদের বৈঠক। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের বক্তব্য, ‘আমরা বিশ্বাস রেখে, মুখ্যমন্ত্রীর সম্মান রাখতে ভিডিওগ্রাফি, লাইভ স্ট্রিমিং ছাড়া মিটিং করতে চেয়েছিলাম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বললেন অনেক দেরি হয়ে গিয়েছে। আর মিটিং সম্ভব হবে না।’

নিঃশর্ত ভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজি হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিংয়ের দাবি ছেড়ে শুধুমাত্র মিটিংয়ের মিনিটস নেওয়ার বিষয়তেই রাজি হন তাঁরা। কিন্তু তারপর জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অনেক দেরি হয়ে গিয়েছে। তিন ঘণ্টা তাঁরা অপেক্ষা করেছেন। আর মিটিং সম্ভব নয়। পরে দেখা যাবে। এমনই অভিযোগ করেছেন তাঁরা। এই ঘটনায় স্বভাবতই হতাশ জুনিয়র ডাক্তাররা। চোখে জল অনেকেরই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 12 =