নির্বাচন চলাকালীন ফের উত্তপ্ত সন্দেশখালি।ভাইরাল ভিডিও বিতর্কের মধ্যে সন্দেশখালিতে তৃণমূল নেতাকে বাড়ি থেকে বের করে এনে মাটিতে ফেলে লাঠিপেটা করলেন গ্রামের মহিলারা।তৃণমূল নেতা দিলীপ মল্লিক এবং বিধায়কের সামনেই স্থানীয় নেতা তাতান গায়েনকে মাটিতে ফেলে মারধর।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সন্দেশখালিতে একটি বাড়িতে দিলীপ মল্লিক এবং বিধায়ক সুকুমার মাহাতো ছিলেন। খবর পেয়ে সেখানে চড়াও হন মহিলা বিজেপি কর্মীরা। এর পর তৃণমূল নেতাকে ওই বাড়ি থেকে বের করে এনে মারধর করেন মহিলারা। বিজেপি-র মহিলা কর্মীদের অভিযোগ, অন্যায়ভাবে ভিডিও তৈরি করা হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলেই পৌঁছায় পুলিশ ও  RAF .

বিক্ষোভকারীরা বলেন, “ভিডিও রেকর্ড করে ভিডিও বানানোর চেষ্টা করবে।আমরা চাই দিলীপ সবার সামনে যাক, মা-বোনেদের সামনে।” থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।বিধায়ক সুকুমার মাহাতোর বক্তব্য, “উনি আমাকে বোঝাতে চাইছেন যে, যা হয়েছে, কে ছড়িয়েছে, কে প্ররোচনা দিয়েছে, তা আমরা জানি না। কারও প্ররোচনা তো আছেই। রেখা পাত্রের নেতৃত্বে আজ থানা ঘেরাও করেছিল ওরা। উস্কানিতে এখানে এসে অতর্কিতে হামলা চালায়। এটা কোনও রাজনৈতিক শিষ্টাচার? সরাসরি গঙ্গাধরকে জিজ্ঞেস করুন ভিডিও মিথ্যা না সত্য়?” দিলীপের বিরুদ্ধে ভিডিও রেকর্ড করে ভাইরাল করে দেওয়ার অভিযোগ। তিনি বলেন, “বিজেপি-র মণ্ডল সভাপতিই সব প্রকাশ করেছেন। কাদের কী সংস্কৃতি বোঝা যাচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 4 =