বিদ্যুৎ খরচ নিয়ে চিন্তা দূর, সারাদিন পাখা ঘুরলেও বিদ্যুৎ বিল উঠবে সামান্য। এমনি বিদ্যুৎ সাশ্রয়কারী পাখা তৈরী করে চমক হুগলির সুগন্ধা সংস্থার। পোলবার সুগন্ধা পুরুষোত্তমবাটিতে সাইনোশিয়র কারখানায় টাইফোজ বিএলডিসি পাখার শুভ উদ্বোধন করলেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এই উদ্ভোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, দমকল বিভাগের এডিজি নীলাদ্রি চক্রবর্তী, স্থানীয় শিল্পদ্যোগী ও জনপ্রতিনিধিরা।
Home জেলা