উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, মিনাখা, হাড়োয়া, হাসনাবাদ সহ একাধিক ব্লকের ইতিমধ্যে একদিকে যেমন নদীর তীরবর্তী অঞ্চলে মানুষকে প্রশাসনের তরফ থেকে মাইকিং প্রচার করে সতর্কতা জারি করছে। অন্যদিকে মৎস্যজীবীদের যাতে নদী বা সমুদ্রে নানাবে তার জন্য নির্দেশিকা জারি করেছে জেলা প্রশাসন। ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছে বিপর্যয় মোকাবেলা দল, থেকে শুরু করে মেডিকেল টিম, বিদ্যুৎ দপ্তর সহ একাধিক প্রশাসনিক দপ্তর গুলো। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির পুর্তের কর্মদক্ষ শহিদুল্লাহ গাজী বলেন, আমাদের পঞ্চায়েত দিনও রাতে যেমন দুর্বল নদী বাধ গুলো নজরদারি রাখছেন। অন্যদিকে মাইকিং প্রচার থেকে শুরু করে নদীতে মৎজীবীদের নামার নিষেধাজ্ঞা জারি করেছে। একদিকে উঁচু বাড়ি ফ্ল্যাট সেন্টারগুলোকে ঠিক রাখা হয়েছে। অন্যদিকে খাবারের ব্যবস্থা করে রেখেছে প্রশাসন। কোন রকম মরে বড় বিপর্যয় আসলে তার মোকাবেলা তৈরি করতে আমরা প্রস্তুত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × five =