পুলিশ সূত্রে খবর, ১৪ নভেম্বর নবমিতা চন্দ্রের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করে জানানো হয়। ২০০৭ সালে নবমিতার সঙ্গে অনুপম দত্ত নামের এক ব্যবসায়ীর বিবাহ হয়। তবে ইদানিং তাদের দুজনের দাম্পত্যে কলহের সৃষ্টি হয় অনুপমের অবৈধ কোনও সম্পর্কের জেরে। এরপরই ১৩ নভেম্বর তারা জানতে পারেন অনুপমের স্ত্রী বেশকিছু ঘুমের ওষুধ খেয়ে নিয়েছেন। তাকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই পরিবারের পক্ষ থেকে খুনের মামলা রুজু করা হয়। সেই পরিপ্রেক্ষিতে গতকাল ব্যবসায়ী অনুপম দত্তকে গ্রেফতার করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। কি কারণে মৃত্যু তদন্ত শুরু করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 18 =