কি ভাবে পার্কিং অ্যাপস ব্যাবহার করা যাবে একটা তথ্যচিত্রের মাধ্যমে এদিন দেখানো হয় অনুষ্ঠানে।কলকাতা পৌরসংস্থার একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এবার পরীক্ষামূলকভাবে সেসলেস পার্কিং ফি নেওয়া হবে। ১০০% স্বচ্ছতা বজায় রাখার জন্য এবার থেকে পি ও এস(POS ) মেশিনের মাধ্যমে পার্কিং দিতে পারবেন সাধারণ মানুষ। যাতে কোনো অভিযোগ না উঠে তার জন্যেই এই ব্যাবস্থা করা হচ্ছে বলে জানান মেয়র পরিষদ পার্কিং বিভাগ দেবাশীষ কুমার।এই বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, এটা একটা পাইলট প্রজেক্ট হিসাবে করা হয়েছিল। এটা করলে স্বচ্ছতা আসবে।মাঝে মাঝে অভিযোগ আসে বেশি করে টাকা নেওয়া হচ্ছে। এবার থেকে অনলাইনে পেমেন্ট ডেবিট কার্ডের মাধ্যমে করা যাবে। এছাড়া কোথায় পার্কিংয়ের জায়গায় ফাঁকা রয়েছে, কোথায় পার্কিং কোন সময়ে পাওয়া যাবে, সেই সমস্ত বিস্তারিত তথ্য এই অ্যাপসের মাধ্যমে পাওয়া যাবে। এই অ্যাপসের অনেক সুবিধা পাবেন সাধারণ মানুষ।মানুষের জন্য অনেক লাভজনক এবং যাদের পার্কিং এজেন্সি আছে তাদের ও সুবিধা হবে। কলকাতা পুলিসের সার্জেন্ট এই বিষয়ে নিয়ে খুশি। আর পার্কিং করার সময় যে ঝামেলা সৃষ্টি হত সেটারও সমস্যার সমাধান করা হবে বলে জানালেন কলকাতা পুলিসের কমিশনার বিনীত গোয়েল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × five =