হরিদেবপুর থানায় এলাকায় ১৩/১৯ বনমালী ব্যানার্জি রোডে একটি শর্ট ফিল্মের অফিস ছিল সেইখানে সুস্মিতা দাস অভিনয়ের জন্য আসতেন। গতকাল রাত আটটা নাগাদ সঞ্জয় নস্কর সেই সময় বাড়ির বাইরে গেছিলেন। তারপর বাড়ি ফিরে দেখেন সুস্মিতা দাস গামছা দিয়ে ফাঁস দিয়ে ঝুলছে। পাশে সুসাইট নোটও পাওয়া গেছে। সঞ্জয় নস্কর চেঁচামেচি করতে বাড়িওয়ালা নিচে নেমে আছে। সঙ্গে সঙ্গে হরিদেবপুর থানাকে খবর দিলে হরিদেবপুর থানার পুলিশ বডি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ও সঞ্জয় নস্করকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। সুস্মিতা দেশের বাড়ি হলদিয়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =