ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট থানার আকাই গ্রামে জানা গেছে, প্রত্যেকেই নির্মান কর্মী।জানা গেছে,বাঁকুড়ার লাউগ্রাম থেকে আরামবাগ বাঁকুড়া সীমান্ত এলাকায় অবস্থিত গোঘাটের আকাই গ্রামের বাসিন্দা নিশিকান্ত মান্নার বাড়ির ছাদ ঢালাই এর কাজে এসেছিল প্রায় ২০জন নির্মান কর্মী।এদিন কাজের শেষে বাড়ির পাশের একটি বাঁশের মাচায় বসে থাকার সময় হঠাৎ করেই মাচার উপর বাজ পড়ে। এলাকার লোকজন তড়িঘড়ি উদ্ধার করে আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ২জনকে মৃত বলে ঘোষনা করে। বাকিদের চিকিৎসা চলছে।
Home জেলা