ঘটনাটি ঘটেছে গভীর রাতে। জানা গেছে একটি স্করপিও গাড়িতে কলকাতার চাঁদনী মার্কেট থেকে লাইট কিনে কাঁথির বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন এই চারজন। জাতীয় সড়কের আমতা মোড়ের কাছে রাতের খাবার খাওয়ার জন্য কাট আউট দিয়ে কলকাতা মুখী লেনে যাওয়ার সময় একটি লরির সাথে তাদের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়ির মধ্যেই আটকে পড়ে এক ব্যক্তি। পরে গাড়ি কেটে তাকে গাড়ি থেকে বের করা হয়। আহত ৪ জনকে নিয়ে যাওয়া হয় বাগনান হাসপাতালে। তাদের অবস্থার অবনতি হলে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উলুবেড়িয়া হাসপাতালে মৃত্যু হয় একজনের। অন্য একজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। বাকি দুজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 13 =