নিষিদ্ধ বাজির বিরুদ্ধে হুগলি গ্রামীন পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান ক্রমাগত চলছে । গতকাল রাতে হুগলির খানাকুল থানা এলাকার নতিবপুর গ্রামে সেখ সাদেক মিড়ের বাড়ি থেকে গোপন সূত্র মারফত খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২০০ কেজিরও বেশি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয় যেখানে কয়েক হাজার পিস চকলেট বোম পাওয়া গেছে। তবে এই ঘটনায় কেউ আটক বা গ্রেফতার হয়নি সকলেই পলাতক। নিষিদ্ধ বাজির বিরুদ্ধে হুগলি গ্রামীন পুলিশ জেলার অভিযান ক্রমাগত চলবে বলে জানিয়েছেন । আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − two =