চিন্নাস্বামীর যে পিচে সাধারণত খেলা হয়, তা ব্যাটিং সহায়ক হয়ে থাকে। এই মাঠে সাধারণত বড় রান বোর্ডে ওঠে। বাউন্ডারি সাইজ ছোট। কিন্তু বৃষ্টি একটা বড় ইস্যু হতে পারে।

পয়েন্ট টেবিলের দিকে যদি নজর রাখা হয়, তবে দেখা যাবে যে ১২ ম্য়াচে ১২ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে দিল্লি। তারা এই মুহূর্তে পাঁচ নম্বর পজিশনে রয়েছে। এছাড়া শেষ চার ম্য়াচে তিনটিতে জয় ছিনিয়ে নিয়েছে পন্থের দল। দিল্লির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট জ্য়াক ফ্রেসার ম্য়াকগুর্ক। পন্থ নিজেও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়া অভিষেক পোড়েল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অবদান রেখেছেন। দ্রুত রান তোলার ক্ষেত্রে তিনি এক্স ফ্যাক্টর দলের। আরসিবি শিবিরে বিরাট কোহলি ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন। চলতি মরশুমে অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে শীর্ষেই রয়েছেন কিং কোহলি। এছাড়াও উইল জ্যাকস রানের মধ্যে ফিরেছেন। আরসিবি ১২ ম্য়াচে ১০ পয়েন্ট ঝুলিতে পুরেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − sixteen =