DC vs CSK: অর্ধশতরান পন্থ, ওয়ার্নারের, পাথিরানার ৩ উইকেট, দিল্লির স্কোর ২০ ওভার শেষে ১৯১/৫

হয়ত এটাকেই বলে মাহি ম্য়ানিয়া। তবে গুরুর প্রতি সমর্থকদের ভালবাসা দেখে অবাক হননি পন্থ। উল্টো ধোনির সামনেই হাঁকিয়ে ফেললেন ক্রিকেটে প্রত্যাবর্তনের পর প্রথম অর্ধশতরানটি।

ম্যাচ হচ্ছে দিল্লির হোমগ্রাউন্ডে। বিশাখাপত্তনমের মাঠই এখন দিল্লির হোমগ্রাউন্ড। কিন্তু গ্যালারির দিকে তাকালে ভুল মনে হতেই পারে। চারিদিকে শুধুই হলুদ আর হলুদ। আর একটাই নামের শব্দব্রহ্ম। ধোনি….ধোনি…ধোনি..। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্য়াচে মাঠের লড়াই একাই লড়তে হল ঋষভ পন্থদের। কারণ গোটা মাঠের সমর্থনই যে ধোনির দখলে। হয়ত এটাকেই বলে মাহি ম্য়ানিয়া। তবে গুরুর প্রতি সমর্থকদের ভালবাসা দেখে অবাক হননি পন্থ। উল্টো ধোনির সামনেই হাঁকিয়ে ফেললেন ক্রিকেটে প্রত্যাবর্তনের পর প্রথম অর্ধশতরানটি। ওয়ার্নারের ব্য়াট থেকেও এল হাফ সেঞ্চুরি। প্রথম একাদশে সুযোগ পেয়ে রান পেলেন পৃথ্বী শ। সিএসকের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান বোর্ডে তুলে নিল দিল্লি ক্যাপিটালস।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি অধিনায়ক পন্থ। ওপেনিংয়ে ওয়ার্নারের সঙ্গে নেমেছিলেন পৃথ্বী। বাঁহাতি-ডানহাতি কম্বিনেশনে নেমেছিল দিল্লি। যা কাজেও দিল। পাওয়ার প্লে-তে দশের বেশি রান রেটে রান বোর্ডে তুলে ফেলেছিল দিল্লি। প্রথম চার ওভারে ২৪ রান ছিল বোর্ডে। পরের চার ওভারে ৬৩ রান বোর্ডে তুলে নেয় দিল্লি। ওয়ার্নার ছিলেন একটু বেশিই মারমুখি মেজাজে। দীপক চাহারের তৃতীয় ওভারে ১৮ রান তুলে নেন তিনি। উল্টোদিকে পৃথ্বীও পিছিয়ে ছিলেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 11 =