কুড়মি সম্প্রদায়কে ST আওতায় করতে হবে, কুড়মালি ভাষার সরকারী স্বীকৃতি এবং সারনা ধর্মের কোড চালুর দাবিতে ২০ সেপ্টেম্বর সকাল ৫ টা থেকে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের খেমাশুলিতে রেল ও ৬ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কুড়মি সম্প্রদায়ের মানুষজন। বাতিল করা হয় একের পর এক ট্রেন। অবশেষে শনিবার রাতে কুড়মিদের সাথে বৈঠকে বসেন প্রশাসন।
৫দিন প্রায় ১০০ ঘন্টা অবোরোধের পর রবিবার সকাল ৭ টায় প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। সূত্রের খবর
তবে বুধবার প্রশাসনের সাথে আবারোও বৈঠকে বসবে কুড়মি সমাজের নেতৃত্বরা,সেখানে CRI এর রিপোর্ট দেখার পর যদি আশ্বাস পায় তাহলে ঠিক আছে না হলে আগামীতে আরোও বড় আন্দোলন নামার হুঁশিয়ারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 7 =