প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। গতকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর এদিন সকাল ৮টা ২০-তে মৃত্যু হয় তাঁর। রাজ্যের রাজনীতির আকাশে নক্ষত্রপতন। ২০০১ থেকে ২০১১, টানা ১১ বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ফুসফুসের সমস্যা বা COPD-তে ভুগছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, গত ৩ দিন জ্বরে ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে অবস্থা স্থিতিশীল ছিল। তবে আজ সকালে জ্বর বাড়লে, চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক সমস্যার জন্য ১১ বছর ধরে ঘরবন্দি ছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী।

বুদ্ধদেব ভট্টাচার্য্যের প্রয়ানে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে পাম অ্যাভিনিউয়ে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘আমি মর্মাহত, CPIM-এর সদস্য-অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ‘,সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর। বর্ষীয়ান বাম নেতার মৃত্যুতে আজ রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ যাত্রায় সবরকম সহযোগিতারও কথাও বলেছেন তিনি। ‘আগামিকাল রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে আমরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে চাই। তিনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, একাধিক দফতরের দায়িত্বে ছিলেন।’ তাঁর মৃত্যু রাজ্যের পক্ষে বড় ক্ষতি এদিন এমনই জানালেন মুখ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + ten =