।বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইছামতীর পাড়ে ম্যানগ্রোভ রোপন ।।

।বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইছামতীর পাড়ে ম্যানগ্রোভ রোপন ।।

ইয়াস ও ভরা কটাল গ্রাসে করে ফেলেছিল সুন্দরবনকে,তার প্রভাবেই সমগ্ৰ সুন্দরবন এক বিধ্বংসী রুপ নিয়েছে।পরিবেশবিদরা বারবার বলে এসেছেন সুন্দরবনকে ঝড়ের প্রকোপ থেকে রক্ষা করতে এবং কলকাতা শহর কে বাঁচাতে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ এর প্রয়োজন রয়েছে । সেই কথা মাথায় রেখেই ৫ই জুন অর্থাৎ আজ বিশ্ব পরিবেশ দিবসে ইছামতী নদীর পাড়ে ম্যানগ্রোভ রোপন করা হল। এছাড়াও হেতাল, কেওড়া, সুন্দরী, গরান, গেওয়া ইত্যাদি বিভিন্ন প্রজাতির চারাগাছও লাগানো হলো । এর একটাই করাণ, ম্যানগ্রোভ উদ্ভিদই প্রবল জলস্রোতের সময় তার শিকর দিয়ে মাটি আঁকড়ে ধরে রাখে, ফলত বাঁধ ভেঙে যাওয়ার প্রবণতা অনেকটাই কম থাকে। তাই আজ বসিরহাটের প‍্যাড নেটওয়ার্ক ও বিজয়িনী সংস্থার উদ্যোগে কয়েকশো মানগ্রোভ চারা নদীর পাড়ে রোপন করা হলো। একদিকে নদী বাঁধ রক্ষা অপরদিকে বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখেই তাদের এই উদ্যোগ বলে জানান। ইতিমধ্যে রাজ্য সরকার পাঁচ কোটি ম্যানগ্রোভ লাগানোর কথা ঘোষণা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + fifteen =