অবসান ঘটলো প্রতীক্ষার।অবশেষে দীর্ঘ সাড়ে সাত মাস পর ছুটলো লোকাল ট্রেন, খুশি গোটা রাজ্যবাসী।

অবসান ঘটলো প্রতীক্ষার।অবশেষে দীর্ঘ সাড়ে সাত মাস পর ছুটলো লোকাল ট্রেন, খুশি গোটা রাজ্যবাসী।

করোনা আবহে প্রায় সাড়ে সাত মাস বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা। আজ ১১ই নভেম্বর রেল ও রাজ্যের যৌথ উদ্দ্যোগে স্বাস্থ্যবিধি মেনে চালু হলো লোকাল ট্রেন পরিষেবা। সকাল থেকেই স্টেশনের শুনশান ছবিটা পাল্টে গেল।নিত‍্যযাত্রীদের ব‍্যস্ততা লক্ষ‍্য করা গেল বিভিন্ন স্টেশনগুলিতে। ট্রেনের সংখ্যা কিছু কম থাকলেও যাত্রী সংখ্যা যে কম নয় তা বলাই বাহুল্য। সেই একই চিত্র ধরা পড়ল শ‍্যামনগর ও কাঁচরাপাড়া স্টেশনেও।স্বাস্থ‍্যবিধি মেনে মাস্ক পড়লে তবেই মিলছে স্টেশনে প্রবেশের অনুমতি।স্টেশন থেকে টিকিট কাউন্টার সর্বত্রই যাত্রীদের মানতে হচ্ছে সামাজিক দূরত্ব।সমস্ত স্টেশনে মোতায়েন করা হয়েছে আরপিএফ এবং
জিআরপি।যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে।তবে এত দিন ধরে বাসে অতিরিক্ত ভাড়ার ফলে অনেককেই আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল।তাই লোকাল ট্রেন চলায় অনেকটাই স্বস্তির মুখ দেখছেন যাত্রীরা।তবে লোকাল ট্রেন চালু হলেও ট্রেনে ওঠার অনুমতি নেই হকারদের।বন্ধ থাকছে স্টেশন চত্তরের দোকানগুলোও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × two =