আজ দীর্ঘ সাড়ে সাত মাস পর স্বাথ্যবিধি মেনে চালু হলো লোকাল ট্রেন পরিষেবা, ছন্দে ফিরছে হাওড়া স্টেশন।

হাওড়া স্টেশন ছেড়ে গেল হাওড়া বর্ধমান ভায়া কর্ড। যাত্রীসংখ্যা ছিল অনেকটাই কম। স্টেশনে রয়েছেন রেল পুলিশ, আরপিএফ। আজ সকালেও স্টেশন জীবাণুমুক্ত করা হচ্ছে। ধীরে ধীরে ছন্দে ফিরছে স্টেশন চপ্তর।দীর্ঘ লকডাউনে প্রায় সাড়ে সাত মাস পর হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনের যাতায়াত শুরু হল । সমস্ত স্বাথ্যবিধি মেনে পূর্ব রেলের তরফ থেকে যাত্রীদের সুরক্ষার বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে। মাক্স ছাড়া কাউকে ট্রেনে যাতায়াত করতে দেয়া হবে না। থার্মাল স্ক্যানিং ক্যামেরা বসানো আছে যাত্রীদের সুরক্ষার কথা ভেবে।পূর্ব রেলের পুরনো কমপ্লেক্সে ১থেকে ৭ নম্বর প্ল্যাটফর্মের লোকাল ট্রেন যাতায়াত করবে। লোকাল ট্রেন চালায় খুশি সকল ট্রেন যাত্রীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + nineteen =