অবৈধ পাইপগান ও এক রাউন্ড কার্তুজ সহ একজনকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ।

উৎসবের মরশুমে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন দুই বন্ধু।পরিকল্পনা ছিল এলাকায় লুট চালানোর।সেই মতো প্রায় ১০ কিমি দূরে আরেক বন্ধুর বাড়িতে কষা হচ্ছিল ছক।কুখ্যাত দুস্কৃতির আসর বসেছে বন্ধুর বাড়িতে।গোপনে খবর পেয়ে হানা দেয় পুলিশ।অভিযান চলাকালীন এক বন্ধু পালিয়ে গেলেও একজন পুলিশের খপ্পরে পড়ে।মঙ্গলবার সাতসকালে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার প্রত্যন্ত গ্রামে।তদন্তের স্বার্থে পলাতক বন্ধুর পরিচয় গোপন রেখেছে পুলিশ। এদিকে একটি অবৈধ পাইপগান ও এক রাউন্ড কার্তুজ সহ একজনকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ।পুলিশ জানায়,ধৃতের নাম
মেরাজুল হক(৩২)বাড়ি জালালপুর অঞ্চলের কৃষ্ণপুর এলাকায়।পুলিশের দাবি,ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরোও তথ্য উঠে আসবে। পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।চাঁচল থানার আই.সি পুর্ণেন্দু কুন্ডু জানিয়েছেন,ধৃত ব্যক্তি আসামে ফেরী করে ব্যবসা চালাতেন।তিনি এলাকায় কুখ্যাত দুস্কৃতি বলে পরিচিতি।আসামে গিয়ে প্রতিবেশী গ্রামের এক ফেরীওয়াল সাথে বন্ধুত্বেের সম্পর্ক পাতে।বাড়িতে এসেও লুঠপাট চালানোর ঝক কষছিল।একজনকে গ্রেফতার করা হলেও অন্যজন এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে।তারও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − eleven =