মর্সুমে প্রথম দীঘায় উঠল ইলিশ,খুশির জোয়ার মৎস্যজীবীদের মধ্যে।

প্রায় ১৪ টন ইলিশ উঠল দীঘা মোহনা তে। ইলিশের অনুকূল পরিবেশ অর্থাৎ পূবালী হাওয়া ইলসেগুরি বৃষ্টি দুটোই হওয়ার ফলে ইলিশ দেখা মিলল দীঘা মোহনাতে। এরপর ব্যাপকহারে ইলিশ দেখা মিলতে পারে দীঘা মোহনাতে এমনটাই আশাবাদী মৎস্যজীবীরা। দীর্ঘদিন ইলিশ হচ্ছিল না আর এমন ইলিশ ধরা পড়তেই খুশির জোয়ার দিঘার মৎস্যজীবীদের মনে। তবে দামে দরে সস্তা নয় বলে জানাচ্ছেন ক্রেতারা। সাইজেও আশানুরূপ। ৫০০ থেকে প্রায় বারোশো দেড় কেজি পর্যন্ত ইলিশ উঠেছে আজ। ১২০০ থেকে ২০০০ টাকা দর ইলিশ। অর্থাৎ ৫০০ থেকে ৭৫০ পর্যন্ত বারোশো টাকা, এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত ২০০০ টাকা দরে বিকোছে ইলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 3 =