অব্যাহত ভোট পরবর্তী হিংসা, ফের প্রাণ গেল তৃণমূল কর্মীর।
কেতুগ্রামের অন্তর্গত মাল গ্রামের ঘটনা।সারা রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত।এই হিংসার জেরে সোমবার বর্ধমান জেলায় চারজনের প্রাণ যায়।সেই সঙ্গে যুক্ত হলো আরো এক প্রাণ।কেতুগ্রামের আগরডাঙ্গা পঞ্চায়েতের সদস্য শ্রীনিবাস ঘোষকে (৪৮) লাঠি দিয়ে পিটিয়ে এবং রামদা দিয়ে কুপিয়ে খুন করা হয়।কেতুগ্রামের ১ নম্বর ব্লকের আগরডাঙ্গা পঞ্চায়েতে সোমবার রাতে শ্রীনিবাস ঘোষ জমিতে কাজ করার জন্য দিন মজুরের বাড়িতে যাচ্ছিল।সেই সময় তাকে পেয়ে অতর্কিত হামলা চালায় দুষ্কৃতীরা।ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রীনিবাস ঘোষের।ওই পথ দিয়ে সেই সময় ফিরছিল তৃণমূলের অন্যান্য কর্মী চন্দ্রশেখর ঘোষ, সাগর ঘোষ, তরুণ ঘোষ।তাদের ওপরেও দুষ্কৃতীরা আঘাত হানে।তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের দিকে।গুরুতর জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে পুলিশ।এক কর্মীর অবস্থার অবনতি হলে তড়িঘড়ি তাকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়।সাগর ঘোষ ও তরুণ ঘোষ কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ,মালগ্রামের ৪৮ নম্বর বুথে বিজেপি এগিয়ে থাকায় তাদের এই বাড়বাড়ন্ত।যদিও বিজেপির তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়।এই ঘটনায় ব্যাপক উত্তেজনা মালগ্রামে।এলাকায় চলছে পুলিশি টহলদারি।শ্রীনিবাস ঘোষের দেহ ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।
এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ।